ঢাকা রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মনি কিশোরের দাফন নিয়ে জটিলতা কাটল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৮:১৪ পিএম

মনি কিশোরের দাফন নিয়ে জটিলতা কাটল

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: কয়েকদিন মর্গে পড়ে থাকার পর দাফন নিয়ে জটিলতা কাটল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দক্ষিণ বনশ্রী কবরস্থানে সমাহিত করা হবে গায়ককে। খবরটি নিশ্চিত করেছেন সংগীতজ্ঞ মিল্টন খন্দকার।

তিনি বলেন, ‘কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আজই মনি কিশোরের দাফন সম্পন্ন হবে। আমরা এরই মধ্যে ঢাকা মেডিক্যালের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে মর্গে তার লাশ রাখা হয়েছে। আজই তাকে সমাহিত করা হবে।

এ প্রসঙ্গে নিজের ফেসবুকে মিল্টন খন্দকার লেখেন, ‘প্রশাসনের অনুমতি মিলেছে। কবরস্থান ঠিক করা হয়েছে। দক্ষিণ বনশ্রী কবরস্থান। যাচ্ছি ঢাকা মেডিক্যালে। বডি নিয়ে ফিরতে রাত হবে। আশা করছি, রাত নয়টায় জানাজা হবে বায়তুল জান্নাত জামে মসজিদে। দক্ষিণ বনশ্রী চারতলা অফিসের সামনে। 

গত শনিবার রামপুরার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় মনি কিশোরের মরদেহ। ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গায়ক। সেকারণেই দাফনে জটিলতা সৃষ্টি হয়। অতঃপর মেয়ে নিন্তির পাঠানো তথ্যে হলো সুরাহা।

আরবি/এস

Link copied!