ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ফিরছে কালচারাল ফেস্ট এবার আলোকি’তে!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১২:১৬ পিএম

ফিরছে কালচারাল ফেস্ট এবার আলোকি’তে!

ছবি: রূপালী বাংলাদেশ

ইভেন্ট বক্সের আয়োজনে “কালচারাল ফেস্ট ২.০” নামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ-তরুণীদের প্রতিভার লড়াই “কালচারাল ফেস্ট”। ইভেন্ট বক্স প্রতিষ্ঠার লক্ষ্য সৃজনশীলতাকে উদ্দেশ্য করে। সেই সৃজনশীলতাকে প্রাধান্য দিতেই ইভেন্ট বক্স ১৫ নভেম্বর (শুক্রবার) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে কালচারাল ফেস্ট ২০২৪ আয়োজন করতে যাচ্ছে।

নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দেশের স্বনামধন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা শেষে দর্শক মাতাবে পাঁচটি ব্যান্ড- ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও  শিরোনামহীন।  

এবারের আয়োজন নিয়ে কালচারাল ফেস্টের আয়োজক “ইভেন্ট বক্স” এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, “প্রতিভাবান তরুণদের শিল্প ও প্রতিভা বিকাশের প্লাটফর্ম কালচারাল ফেস্ট গতবছরই জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ১৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিভা অংশ নিতে যাচ্ছে এই প্রতিযোগিতায়। বিচারক হিসাবে চার বিভাগে থাকছেন দেশের স্বনামধন্য ও সম্মানিত চার জন শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব- একজন নৃত্যশিল্পী, একজন কন্ঠশিল্পী, একজন পরিচালক এবং একজন চিত্রশিল্পী। সারাদিনব্যাপী চলবে প্রতিযোগিতা আর চিত্র প্রদর্শনী যেখানে স্থান পাবে প্রতিযোগীদের সৃষ্ট চিত্রকর্ম ছাড়াও অসাধারণ সব শিল্পকর্ম।

সারা দিনব্যাপী হওয়া এই আয়োজন হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে সকাল ৯ টার দিকে। ফেস্ট শুরুর সময় সকাল ১০ টা এবং কনসার্ট শুরু হবে বিকাল ৪ টায়। ইভেন্ট বক্স এর অনলাইন প্লাটফর্ম থেকে টিকেট কেনা যাচ্ছে ।

ইভেন্টের রিফ্রেশমেন্ট পার্টনার সানকুইক বাংলাদেশ, ফুড ডেলিভারি পার্টনার ফুডি, স্ন্যাকস পার্টনার পুস্টি হ্যাপি টাইম, হেলথ কেয়ার পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড, টিকেট পার্টনার গেট্ সেট রক, বেভারেজ পার্টনার ওয়াইল্ড ব্রু, বিনোদন পার্টনার টগি ফান ওয়ার্ল্ড, মার্চেন্ডাইজ পার্টনার বঙ্গো ইফেক্ট, সোশ্যাল মিডিয়া পার্টনার সোজু টুডে, সিগনেচার লিড পার্টনার হেড গিয়ার, রিসাইক্লিং পার্টনার গার্বেজম্যান, পাওয়াড বাই পার্টনার আড়ং ডেইরি,

বিস্তারিত জানতে Event Box-এর ফেসবুক পেজে ভিজিট করুন: https://www.facebook.com/eventbox23 এবং টিকিট কিনতে ভিজিট করুন: https://getsetrock.com/buy-ticket/cultural-fest-20-uft।

আরবি/এফআই

Link copied!