ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তুমি আসবে বলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০১:১২ এএম

তুমি আসবে বলে

ছবি: রূপালী বাংলাদেশ

শহরের কোথাও কোনো পানশালাতে আমাদের কি চায়ের কাপে ফেলে আসা দিনের ধুলোদের পরত ছুঁয়ে দেখার কথা ছিল?
কথা কি ছিল তোমার আমার জীবনের হিসাব একসাথে করব
আনন্দগুলো যোগ করে কষ্টদের বিয়োগ করব।

তোমার আমার কথা কি ছিল   এক সাথে কোজাগরী পূর্ণিমার অসহ্য আলোতে ভিজব বলে।

তুমি বলেছিলে প্রতিটি বসন্তে লাল গোলাপের সব রঙ এঁকে দিবে আমার আঁচলের মায়াতে।

শ্রাবণের বৃষ্টিতে ভিজবে কদম কেয়ার সৌরভ মেখে।

শীতের পাতাঝরা বৃক্ষের মতো ঊর্ধ্বগগনে তাকিয়ে ভাবি 
তোমার যা কথা ছিল
তা তুমি ভুলে গেছো কি করে?
এখনও শীত বসন্ত শ্রাবণের ধারা আসে
তোমার প্রতিশ্রুতিরা  নীরবে গুনে উপেক্ষা আর  অপেক্ষার প্রহর।

তুমি আসবে বলেই  
চায়ের কাপে জীবনবোধের মুগ্ধবোধেরা এখন রঙ ছড়ায়নি।
তোমার অপেক্ষায় মেঘেরা সাজেনি
আকাশের চারপাশে হেঁটে চলে একরাশ অভিমান নিয়ে।

তোমার কথা ছিল একসাথেই জীবনের ভাললাগাগুলো খুঁড়ে 
হেঁটে যাবো দূর থেকে বহুদূরে।

কিন্তু তুমি আসোনি তাই মন খারাপ করে ইচ্ছেরা চলে যায় আকাশের ঠিকানায়।

আরবি/জেডআর

Link copied!