ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৮:০৯ পিএম

গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলা

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলায় করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (০৮ নভেম্বর) সভা চলাকালে হঠাৎ কতিপয় দুর্বৃত্ত এই হামলা চালায়। এতে আক্রান্ত হয় বেশ কয়েকজন নাট্যকর্মী।সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন বিকেল পাঁচটা বাজে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশও প্রায় শেষের দিকে। নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। মামুনুর রশীদ বলছিলেন, ‘সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই “নিত্যপূরাণ” নাটক। যা–ই হোক, আপনারা এসেছেন...।’ এরপরই ‘ধর, ধর’ চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়।

সে সময়ই সমাবেশের পেছনে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিকে থেকে ডিম ছুড়ে মারা হয়। সমাবেশে অংশ নেওয়া নাট্যকর্মীরা চেয়ার ছেড়ে সেদিকে ছুটে যান। কয়েক মিনিটের হইচই শেষ হলে মামুনুর রশীদ তার বক্তব্য শেষ করেন। পরে সমাবেশ চালিয়ে যান আয়োজকেরা।

২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। এই পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে সমাবেশে শ খানেকের বেশি নাট্যকর্মী অংশ নেন। সমাবেশে ডিম ছুড়ে মারার পর বক্তব্যে মামুনুর রশীদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।’

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আগামীকাল শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরি সংবাদ সন্মেলন আহ্বান করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

আরবি/এস

Link copied!