ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বইমেলায় এলো ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৮ পিএম

বইমেলায় এলো ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’

ছবি: সংগৃহীত

জুলাই অভূত্থানের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং  পালিয়ে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ (The Epic Fall of Dictator Sheikh Hasina) অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।বইটি প্রকাশ করেছে গ্রিপার মার্ক পাবলিকেশন। গ্রন্থমেলার ৬৮৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে বলে সোমবার (৩ ফেব্রুয়ারি) জানান আইনজীবী।

বইটিতে ৯টি অধ্যায়ে শেখ হাসিনার জীবনের উত্থান-পতন, গণতন্ত্রের মানসকন্যা থেকে স্বৈরাচার হয়ে ওঠা ও তার পতন-পলায়ন নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। বইটিতে বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ব্যাপক ছাত্র বিক্ষোভ ও গণহত্যার বর্ণনা রয়েছে বিস্তারিতভাবে।

বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার জানান, ‘দ্য এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। উত্তাল দিনে ছাত্র আন্দোলনে যা দেখেছি, তাই লিখেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। পাঠকরা বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। বইটি পাঠকদের জুলাই এবং আগস্টের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেবে।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য–‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। রয়েছে জুলাই চত্বরও। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আরবি/এসবি

Link copied!