মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

‘রূপান্তর’ সাময়িকীর মোড়ক উন্মোচন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:১৮ পিএম

‘রূপান্তর’ সাময়িকীর মোড়ক উন্মোচন

ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো-তারুণ্যের সৃজনশীলতার প্রতিচ্ছবি ‘রূপান্তর’ সাময়িকী।

শনিবার (২২ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ‘রূপান্তর’-এর সম্পাদক শিপার মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা রাজিব আল আরাফাত।

এছাড়া অনুষ্ঠানে ‘রূপান্তর’-এর প্রধান সমন্বয়কারী মো. ওমর ফারুক, সহকারী সম্পাদক মো. যোবায়ের আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক ওয়াকিল আহমেদ (পিয়াল) ও বিপণন ব্যবস্থাপক সাকিব খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ‘রূপান্তর’ সাময়িকীর গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, এই প্রকাশনা তরুণ লেখক, কবি ও সাহিত্যিকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

দেশের সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরবি/জেডআর

Link copied!