তুমি বৃক্ষ হয়ে ছায়া দিও
সুশীতল বায়ু দিও
ইচ্ছে হলে ফলও দিও
আমি তখন পথিক হবো,
ক্লান্তি পেলে তোমার
ছায়ায় প্রাণ জুড়াবো
গামছা পেতে ঘুমিয়ে নেবো।
তুমি না হয় নদীই হইয়ো,
আমার দুকূল ছাপিয়ে দিও,
না হয় তোমার সাথে নিয়ে
মনমোহনায় বেঁধে নিও।
আকাশ হইয়ো, তোমার নীলে
বুকের মাঝে সাতরঙা হার হবো।
সূর্য হইয়ো উত্তাপ নিবো
চাঁদ হইয়ো জ্যোস্নায় ভিজবো।
মেঘ হবে কি তবে মেঘবালিকা?
তোমার সাথে খুনসুটিতে
আমি না হয় বৃষ্টিই হবো।
তুমি আমার আশার বুকের
শীতল গভীর সাগর হইয়ো,
কখনো হয়তো ঢেউ তুলব
ঢেউয়ে ঢেউয়ে ফেনায়িত কষ্ট
জমে প্রবাল হবো,
নাবিক হয়ে অতল গভীরে
হারিয়ে যাবো।
সবচেয়ে ভালো, কলম হইয়ো,
এত কিছু হবে না হতে,
শুধু তোমার লেখনীতেই রেখে দিও
তোমার মনোভাবনার গল্প উপন্যাস
কবিতায় উপভোগ্য হবো...
এতেই হবো প্রেমময়, মৃত্যুঞ্জয়।
আপনার মতামত লিখুন :