ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্যারোডি কবিতা

লাগিছে হাওয়া ডুবো নৌকার পালে

ঋক্ষ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৬:০৭ পিএম

লাগিছে হাওয়া ডুবো নৌকার পালে

মোরা একটি শীষে দুটি বিন্দু; পার করিব বিষাদ সিন্ধু।  
মোরা একজন নৌকা; অন্যজন মাঝি; 
শরমের মাথা খেয়ে জনদরদী সাজি। 
মোরা আবার আসিব ফিরে বাঙালীর ভীড়ে, এই বাংলায়. 
হয়তো মানুষ নয়, কখনো সুশীল বেশে বা অভ্যুত্থান শেষে।

হয়তো আনসার বা ডাকাত বেশে বাঙলার তীরে -
হঠাৎই মোরা নিয়ে নেবো সচিবালয় ঘিরে!
শাহবাগে পাবে মোদের প্যাডেল বা ইঞ্জিন রিকশার ভীড়ে। 
এ আঙিনায় আসবো অধিক শক্তি নিয়ে ফিরে-ফিরে, ধীরে-ধীরে।

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের শেষে দাদাদের দেশে 
কুয়াশার বুকে ভেসে হেলিকপ্টার ঠেসে; যাব অন্য কোন বেশে। 
হয়তো ফারাক্কা কিংবা তিস্তার বাধ হবো; ভাঙা দরজার গায় রহিবো ভেজা পা’য় 
সারাদিন কেটে যাবে বানের গন্ধভরা জলে ভেসে আসা আমার তৃপ্ত আত্মার মহিমায়।  

আবার আসিব আমি বাংলার ভেসে যাওয়া ঘরবাড়ি বা বাঙালির রক্ত ভালোবেসে-
আমি ডাইনী কিংবা অতৃপ্ত আত্মা হয়ে মায়া কান্না বা উন্নয়ন হাসি হেসে। 
হয়তো শুনিবে এক দরবেশ-তাহাজ্জতী ডাকিতেছে শিমুলের ডালে, 
সেদিন দেখিবে হাওয়া লাগিছে ডুবো নৌকার পালে।

আরবি/এস

Link copied!