ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি হলেন বেবিচক চেয়ারম্যান

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:৩৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম সংগঠন কসক্যাপ-সাউথ এশিয়ার (COSCAP-SA) স্টিয়ারিং কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ সম্মেলনে (২২-২৪ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীরকে ২০২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) বেবিচকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার মহাপরিচালক ও চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এবারের সভায় বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, নতুন কর্মপরিকল্পনা অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক (অব.) এয়ার ভাইস মার্শাল সাগারা কোটাকাডেনিয়া।

সভায় বোয়িংয়ের পক্ষ থেকে ফ্লাইট ডেটা মনিটরিং বিষয়ে বিশেষ উপস্থাপনা এবং আইকাও এপিএসি অফিসের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত সেশন অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রগুলোকে ভবিষ্যতে আরও বেশি সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলে বেবিচক চেয়ারম্যানের নেতৃত্বে আরও চারজন সদস্য ছিলেন। তারা বাংলাদেশের এভিয়েশন খাতের সাম্প্রতিক উন্নয়নমূলক কাজ, যেমন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, নতুন এটিসি টাওয়ার ও রাডার স্থাপনের অগ্রগতি সভায় উপস্থাপন করেন।

এসব উদ্যোগের প্রশংসা করে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (আইকাও)।

এ ছাড়া সভায় জানানো হয়, বাংলাদেশের সিভিল এভিয়েশন একাডেমি আইকাওয়ের ট্রেইনার প্লাস প্রোগ্রামের গোল্ড মেম্বারশিপ অর্জন করেছে। পাশাপাশি দেশের এভিয়েশন খাতে মানবসম্পদ উন্নয়নের জন্য আইকাও অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দিয়েছে।