সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট।
রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টায় স্পেনগামী এই কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
তিনি বলেন, প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি কার্গো বিমান স্পেনের উদ্দেশে উড়াল দেয়। ফলে সিলেট থেকে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো।
আগে ব্যবসায়ীরা যে পরিমাণ অর্থ খরচ করে অন্য দেশের বিমানবন্দর ব্যবহার করতেন এখন তার থেকে অনেক কম খরচে দেশ থেকে কার্গো পরিবহন করতে পারবেন। এই যাত্রার ফলে ঢাকা থেকে ইউরোপে কার্গো পরিবহন ব্যয় কমেছে ১৩ শতাংশ। ফ্যাসিস্ট আমলের সমস্যাগুলো সমাধান হচ্ছে। স্বাধীনতার পর আজই প্রথম ঢাকার বাইরে থেকে কার্গো ফ্লাইট শুরু হয়েছে। তাই সিলেটবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক দিন, বলেও জানান উপদেষ্টা।
সিলেটের আমদানি-রপ্তানিকারক মো. আবুল কালাম বলেন, এই উদ্যোগটি সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট থেকে সরাসরি কার্গো সার্ভিস চালু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এতে শুধু ব্যবসায়ীরাই লাভবান হবেন না, বরং বিভিন্ন সেক্টরের মানুষের আয়ের পথ বাড়বে।
আপনার মতামত লিখুন :