কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর প্রধান কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে অংশ নেন ব্যাংকের দেশের ১৮টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত।
তিনি সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শৃঙ্খলা বজায় রাখা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার লক্ষ্য স্থির করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতে কাজের ধারবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান কিমিয়া সাদাত।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মো. আবদুল কাইয়ুম খান, কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম, আইসিসি প্রধান মোহাম্মদ খাইরুল আলম, চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, হেড অব করপোরেট ব্যাংকিং ও বিজনেস হেড মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও এমডি’স কোঅর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন-উর রহমান প্রমুখ।
সম্মেলন শেষে কর্মকর্তারা ভবিষ্যৎ ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও গ্রাহককেন্দ্রিক করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :