ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১১:৪৭ পিএম
এনসিসি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম। ছবি: সংগৃহীত

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সালাম।

পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে (উদ্যোক্তা পরিচালক) তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

আবদুস সালাম ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

গত কয়েক দশকে বাংলাদেশের ইলেকট্রোমেকানিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে অগ্রণী বিশেষজ্ঞ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকৌশলীদের সঙ্গে কাজ করেছেন।

বাংলাদেশের প্রথম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং প্রথম অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপনার উদ্যোক্তা হিসেবে স্বীকৃত পেয়েছেন তিনি।

তিনি ৫০-৪০০ মেগাওয়াট ক্ষমতার অসংখ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে এক মাইলফলক।

দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গংগাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেডসহ বিভিন্ন খাতে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুস সালাম।