ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বসুন্ধরা সিটিতে শতরূপা জুয়েলার্সের নতুন শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:০৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমলের সপ্তম তলায় জুয়েলারি জোনে শতরূপা জুয়েলার্স গোল্ড ও ডায়মন্ডের নতুন শো-রুমের গ্র্যান্ড উদ্বোধন হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)।

এ সময় উপস্থিত ছিলেন, শতরূপা জুয়েলার্সের কর্ণধার কার্তিক কর্মকার ও তার স্ত্রী। এ ছাড়া সেখানে আমন্ত্রিত অতিথিরা ছিলেন।

ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নতুন এ শো-রুম উদ্বোধনে ক্রেতা ও অতিথিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

শতরূপা জুয়েলার্স কর্তৃপক্ষ জানায়, আধুনিক ডিজাইন, খাঁটি স্বর্ণ ও মানসম্পন্ন হীরার সংগ্রহ নিয়ে নতুন শো-রুমে গ্রাহকদের সেবায় প্রস্তুত তারা। ভিজিটর ও ক্রেতাদের জন্য থাকবে আকর্ষণীয় অফার ও সদস্যপদ সুবিধা।

উল্লেখ্য, শতরূপা জুয়েলার্স দেশের স্বর্ণ ও হীরার বাজারে দীর্ঘদিন ধরে মানসম্মত গয়নার জন্য সুপরিচিত একটি প্রতিষ্ঠান।