ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বর্তমান রিজার্ভ ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:৩২ পিএম

বর্তমান রিজার্ভ ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে বর্তমানে বিদেশি আয়ের রিজার্ভ রয়েছে ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিয়মিত হালনাগাদের পর কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

দেশের পরিবর্তিত সরকার ব্যবস্থায় অর্থনীতিক খাতে বিশেষ উন্নতির হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে প্রবাসী আয়ের গতি অনেক বেড়েছে। রেমিটেন্সে যোদ্ধারা দেশে প্রবাসী আয়ের সীমা প্রতি মাসে বাড়াচ্ছেন।  

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বিপিএম-৬ হিসাবের মান অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বা ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার বা ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
 

রূপালী বাংলাদেশ

Link copied!