বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:১১ পিএম

সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেলের যোগান বেশ কমেছে, যার ফলে ক্রেতারা চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন না। তবে বাজারে সরিষা ও রাইস ব্র্যান অয়েলের কোনো ঘাটতি দেখা যায়নি।

সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় কিছু দোকানি সুযোগ বুঝে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। এতে ক্রেতাদের বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনতে হচ্ছে।

বাজারে সরেজমিনে গিয়ে ক্রেতারা জানান, কিছুদিন আগে ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছিল, তবে তাতেও উৎপাদকরা সন্তুষ্ট হননি। এখন আবারও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে।

তারা আরও বলেন, রোজার মাসে তেলের চাহিদা বাড়বে, এবং সেই সুযোগ নিতে সিন্ডিকেট এ ধরনের কৌশল ব্যবহার করছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!