ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৬:৪০ পিএম

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

ফাইল ছবি

চলতি মাসের প্রথম ৮ দিনে বাংলাদেশে এসেছে ৬৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা ৮ হাজার ১৮৪ কোটি ৯৮ লাখ টাকা সমপরিমাণ। এই হিসাবে প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬৭ কোটি ৯ লাখ ৭০ হাজার ডলার, যা গত জানুয়ারির একই সময়ে আসা ৫৩ কোটি ৫২ লাখ ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এর মাধ্যমে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ লাখ ৯০ হাজার ডলার।

এছাড়া, ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার। ১ ফেব্রুয়ারি এই পরিমাণ ছিল ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার।

গত জানুয়ারি মাসে দেশে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা উল্লেখযোগ্য পরিমাণে ছিল।

২০২৪ সালে দেশে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার এবং অন্যান্য মাসেও রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!