মাস্টারকার্ড ও গ্লোরিয়া জিনস কফিসের যৌথ উদ্যোগে আয়োজিত ৪৫ দিনের আকর্ষণীয় ক্যাম্পেইন ‘সিপ অ্যান্ড ফ্লাই উইদ মাস্টারকার্ড’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে ১০ জানুয়ারি-২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের প্রথম বিজয়ী মোহাম্মদ আবু বকর মিয়া জিতেছেন ৩-রাত, ৪-দিনের ব্যাংকক কাপল প্যাকেজ (এয়ার টিকিট ও হোটেল খরচসহ)। দ্বিতীয় পুরস্কার বিজয়ী মো. নাজমুল হক সৈকত পেয়েছেন ২-রাত, ৩-দিনের কক্সবাজার কাপল ট্রিপ (এয়ার টিকিট ও হোটেল খরচসহ)। তৃতীয় বিজয়ী তাজউদ্দিন আহমেদ পেয়েছেন একটি স্মার্টওয়াচ। ক্যাম্পেইন চলাকালে বাংলাদেশের গ্লোরিয়া জিনস কফিস আউটলেটসমূহে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কার্ডহোল্ডাররা পুরস্কার জেতার সুযোগ পান।
গ্লোরিয়া জিনস কফিসের গুলশান-২ শাখায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাস্টারকার্ডের মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন, গ্লোরিয়া জিনস কফিসের জেনারেল ম্যানেজার মো. এনামুল কবীর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক ও ক্রেডিট কার্ড বিভাগের প্রধান সাদী মঞ্জুরুল হক, ব্যাংক এশিয়া পিএলসির অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. মনিরুজ্জামান খান এবং গ্লোরিয়া জিনস কফিস ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :