বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি নির্বাচিত হওয়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডেটের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীকে শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা (এসজেএ)।
সোমবার (৩ মার্চ) মতিঝিলের পপুলার লাইফ ইন্স্যুরেন্স ভবনে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ মামুন এ শুভেচ্ছা তুলে দেন।
এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডেটের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সহ-সাংগঠনিক সম্পাদক আদনান হাদী ও সদস্য শিমুল পারভেজ উপস্থিত ছিলেন।
এ সময় বিমা খাতের উন্নয়নে আগামীতে আরও কাজ করবেন বলে জানান বিআইএফ এর সভাপতি
বি এম ইউসুফ আলী।
২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে বিআইএফ। গত সোমবার সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :