মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

১২ শতাধিক আউটলেটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে এক্সক্লুসিভ অফার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০১:৩৯ পিএম

১২ শতাধিক আউটলেটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে এক্সক্লুসিভ অফার

ছবি: রূপালী বাংলাদেশ

গ্রাহকদের জন্য এ রমজান এবং ঈদকে আরও আনন্দময় করে তুলতে দেশজুড়ে ১২ শতাধিক আউটলেটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় অফার। এ পবিত্র মাসে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ডাইনিং, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক এবং ই-কমার্স প্ল্যাটফর্মে নিয়ে এসেছে নানা রকমের ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ অফার। আকর্ষণীয় বুফে ইফতার থেকে শুরু করে কেনাকাটা ও এয়ার টিকিটে থাকছে স্পেশাল ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। 

এক্সক্লুসিভ ডাইনিং 
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা প্রিমিয়ার ফাইভ স্টার হোটেলে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি অফারে ইফতার এবং সেহরি উপভোগ করতে পারবেন। এ ছাড়া প্রায় ৫ শতাধিক মার্চেন্ট পার্টনারের সঙ্গে উপভোগ করবেন গ্র্যান্ড বুফে ডিল। এই অফার চলবে রমজানজুড়ে ঈদের দিন পর্যন্ত। 

দেশের ৫৫টি প্রথম সারির হোটেলে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা উপভোগ করবেন বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অফার। এগুলোর মধ্যে শেরাটন ঢাকা, ওয়েস্টিন ঢাকা, লো মেরিডিয়েন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেনেসাঁ ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, অ্যাসকট দ্য রেসিডেন্স এবং রোজ ভিউ সিলেট অন্যতম। ভোজনরসিকরা বড় শহরগুলোর ৮০টি রেস্টুরেন্টে ডাইন-ইন এবং টেকআওয়েতে উপভোগ করবেন ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। 

লাইফস্টাইল এবং জুয়েলারি
ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা আড়াই শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ডে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে রয়েছে জারা ফ্যাশন মল, অ্যাসটোরিয়ন, বিশ্বরং, কে ক্র্যাফট, টাঙ্গাইল শাড়ি কুটির, দেশাল এবং ভিভা ক্রিয়েশন। যারা জুয়েলারি কিনতে চান, তারা ৩০টি স্বনামধন্য জুয়েলারি আউটলেটে উপভোগ করবেন ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এগুলোর মধ্যে রয়েছে গীতাঞ্জলি জুয়েলার্স, নক্ষত্র গোল্ড, তানিশ্ক জুয়েলারি, জারা গোল্ড এবং জাভেরি গোল্ড। 

ট্রাভেল এবং এয়ারলাইন ক্যাশব্যাক এবং রিওয়ার্ড
কেনাকাটাকে আরও উপভোগ্য এবং আনন্দময় করে তুলতে ব্র্যাক ব্যাংক দিচ্ছে ক্রেডিট কার্ডহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশব্যাক। ডেবিট কার্ডহোল্ডাররা পিওএস এবং কিউআর ট্রানজ্যাকশনে পাবেন পাঁচগুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট। সুবিধাটি পাওয়া যাবে আর্টিসান, লা রিভ, অ্যাডিডাস, পুমা, নাইকি এবং লিভাইসে। এ ছাড়া, আড়ং, বাটা এবং ইল্লিয়িন থেকে অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। 

ক্রেডিট কার্ডহোল্ডাররা রমজানজুড়ে নির্দিষ্ট স্যালন এবং পার্লারে ক্যাশব্যাক পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে দেশজুড়ে বিভিন্ন জনপ্রিয় শপিংমল এবং গ্রোসারি স্টোর থেকে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা পাবেন ২ হাজার বোনাস রিওয়ার্ড পয়েন্ট।-বিজ্ঞপ্তি

 

রূপালী বাংলাদেশ

Link copied!