ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আবারও বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৯:৫৫ পিএম

আবারও বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার

ঢাকা: দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৫০৫ টাকা দাম বেড়ে ভালো মানের (২২ ক্যারেট) ১ লাখ ২৬ হাজার ৬ টাকা হয়েছে। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস  স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে।

আরবি/ এইচএম

Link copied!