ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সালমান এফ রহমান ও এস আলমের বিরুদ্ধে তদন্ত কমিটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৬:৫৭ পিএম

সালমান এফ রহমান ও এস আলমের বিরুদ্ধে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের হাতে আটক বির্তর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদেশ জারির পর আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।

একইসঙ্গে সালমান এফ রহমানসহ তার পরিবার অন্যান্য সদস্য ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ড খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসি’র পরিচালক (এফডি বিভাগ) মোহাম্মাদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক (এসআরআইসি বিভাগ) মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক (এসএমএমআইডি) অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক (এলএসডি) তৌহিদুল ইসলাম সাদ্দাম।

আরবি/এফআই

Link copied!