ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ডিএসইতে মিশ্র ধারায় লেনদেন বেড়ে ৯শ’ কোটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১২:৫১ পিএম

ডিএসইতে মিশ্র ধারায় লেনদেন বেড়ে ৯শ’ কোটি

রূপালী বাংলাদেশ

ঢাকা: স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিনিময়ে হস্তান্তর প্রক্রিয়া। দিবসের শুরুতে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসইর প্রকাশিত তথ্যে প্রকাশ, দুপুরে ১২ টা ৪০ মিনিটে দেখা যায় ডিএসইর মোট লেনদেন ৯১০ কোটিতে পৌছায়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬ টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারদর

তার আগে ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ পয়েন্টে।

 

Link copied!