ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিসিএসআইআর‍‍`র চেয়ারম্যান হলেন বিজ্ঞানী ড. সামিনা আহম্মেদ

মঈন মাহমুদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:২৭ পিএম

বিসিএসআইআর‍‍`র চেয়ারম্যান হলেন বিজ্ঞানী  ড. সামিনা আহম্মেদ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হয়েছেন ড. সামিনা আহমেদ। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে গবেষণাভিত্তিক এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে পদায়ন করেছে সরকার।

১৮ সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩ এর ধারা ৫(৩) ও ৫(৬) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়ে দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. সামিনা আহমেদ ১৯৯৪ খ্রিস্টাব্দের ২৫ সেপ্টেম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বিসিএসআইআরে যোগ দেন। ২০০৪ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর তিনি জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে, এরপর ২০১২ খ্রিস্টাব্দের ৭ জুন তিনি মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পান।

২০১৯ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হন। তিনি একজন রসায়নবিদ।

বিসিএসআইআরে তিনি ৩০ বছর ধরে বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করছেন। তিনি রসায়নের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ড. সামিনা আহম্মেদের নিয়োগের ফলে বিজ্ঞানীদের বিগত ২৫ বছরের অপেক্ষার অবসান হয়েছে। বিজ্ঞানীই এখন বিসিএসআইআর-এর চেয়ারম্যান।

এজন্য বিসিএসআইআর-এর সকল স্তরের বিজ্ঞানী-গবেষক, কর্মকর্তা-কর্মচারী উৎফুল্লিত।

আরবি/জেডআর

Link copied!