ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ছাগলকাণ্ডের মতিউরের কোম্পানির ব্যাংক হিসাব সচলের নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০১:১৭ পিএম

ছাগলকাণ্ডের মতিউরের কোম্পানির ব্যাংক হিসাব সচলের নির্দেশ

ছবি: সংগৃহীত

ছেলের ছাগল-কাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসা বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পারিবারিক মালিকাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ নিয়ে মেট্রোপলিটন দায়রা জজ আদালতের নির্দেশের ইস্যুতে বুধবার রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে। আদালতের নির্দেশে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল থাকবে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানির সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়।

ফলে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে না পারায় উৎপাদন বন্ধ করে কর্তৃপক্ষ।

আরবি/জেআই

Link copied!