ঢাকা: সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে নতুন বিধিনিষেধ তৈরি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশ্বব্যাংক প্রতিনিধিদল রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিএসসি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে প্রথমেই প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে এমন নিয়ম চালু করছিল সাবেক গভর্নর। তেমনি বিএসইসিতে প্রতি ফ্লোরের জন্য আলাদা করা হয়েছে পরিদর্শন কার্ড। একজনের সঙ্গে সাক্ষাৎ শেষে অন্যকারো সঙ্গে সাক্ষাৎ করা নিষেধ। এমন নিয়ম বাতিল করাসহ বর্তমান চেয়ারম্যানের শুদ্ধাচার ও ডিএসইর সদস্যদের নিয়ে অনেক তুলে ধরলে দ্রুত সংবাদ সম্মেলন ত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তবে যাওয়ার আগে এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে পরে বসবেন বলে জানান তিনি।
সম্মেলন শেষে এই প্রতিনিধি ভবনের তৃতীয়তলা থেকে চতুর্থ তলায় গিয়ে কার্ড পাঞ্চ করলে তা প্রবেশে অকার্যকর দেখায়। যা সাবেক কমিশনে ছিল না।
আপনার মতামত লিখুন :