ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রহিমা ফুড কর্পোরেশনে ৩ সদস্যে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১২:৫১ পিএম

রহিমা ফুড কর্পোরেশনে ৩ সদস্যে তদন্ত কমিটি

ছবি সংগূহীত

ঢাকা: বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষায় রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের বিষয়ে ৩ সদস্য নিয়ে তদন্ত কমিটি করেছে বাংলাদেশ সিকিউরিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক তদন্ত আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বিএসইসি জানায়, তদন্ত শেষে আগামী ১৫ কর্মদিবষের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ম্যানেজার মো. রকিবুল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের এজিএম কাজী মিনহাজ উদ্দিন।

বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিমোধিত পরিশোধিত মুলধন ও বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব তদন্ত করবে কমিটি।
 

Link copied!