ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
তারল্য সংকট

ফার্স্ট সিকিউরিটিকে ১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০১:৪৫ পিএম

ফার্স্ট সিকিউরিটিকে ১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সিটি ব্যাংক

ছবি সংগৃহীত

ঢাকা: বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) রোববার তারল্য সহযোগিতা গ্যারান্টি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেড ব্যাংটিকে ১০০ কোটি টাকা সহযোগিতার কথা জনিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকে আবেদেন প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও  নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, সিটি ব্যাংক যেহেতু তারল্য সহায়তা দিতে রাজি হয়েছে, সেহেতু কেন্দ্রীয় ব্যাংক এটাকে ইতিবাচকভাবেই দেখছে। আবেদন পর্যালোচনা করে উপযুক্ত মনে হলে দ্রুততার সঙ্গে গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক।

গত সপ্তাহে ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদানে সম্মত হন।

আরবি/এস

Link copied!