ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪

ডিএসইতে লেনদেন কমে ৩৮৯ কোটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৫:৫১ পিএম

ডিএসইতে লেনদেন কমে ৩৮৯ কোটি

ছবি সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১ অক্টোবর) মোট ৩৯৭টি কোম্পানির ১৪ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ১৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে।

সোমবারের তুলনায় ডিএসইতে মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৩৮৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ১৫৫ টাকা। একই সঙ্গে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৮.২২ কমে ৫৫৮৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অন্য সূচক ডিএস-৩০ মূল্য সূচক ১৪.০১ পয়েন্ট কমে ২০৩৯.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৫০ পয়েন্ট কমে ১২৫২.২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন করা কো¤পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।  

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানির শীর্ষে রয়েছে ইসলামি ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে রূপালি লাইফ ইন্স্যুরেন্স এবং দর কমার শীর্ষে রয়েছে ফনিক্স ফাইন্যান্স।

আরবি/এস

Link copied!