ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৮:৩২ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসইর) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন৷ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ১০৭৬তম বোর্ড সভায় পর্ষদ সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন৷

মমিনুল ইসলাম সিলিংক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি কৌশলগত আর্থিক উপদেষ্টা সংস্থা, বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা এবং কৌশলগত রূপান্তরে কাজ করে।

২০১২ সালের জানুয়ারিতে মমিনুল ইসলাম বাংলাদেশের একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সর্বকনিষ্ঠ (৩৫ বছর বয়সে) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন৷ তিনি জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন৷

তার আগে আগস্ট ২০০৮ থেকে জানুয়ারি ২০১২ পর্যন্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অপারেশন ও প্রযুক্তি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মমিনুল ইসলাম।

আরবি/ এইচএম

Link copied!