দক্ষিণ এশিয়ায় জলবায়ুর বিরুপ প্রভাব প্রকট আকার ধারণ করেছে। তাই অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও দুর্যোগে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্প্রসারণ (সুপ্রিম-এশিয়া) প্রকল্পের সভা করা হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে ইসলামিক রিলিফ ইউএস -এর অর্থায়নে বুধবার (৯ অক্টোবর) সভা করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। গণমাধ্যমকে বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, প্রকল্পটির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের ২৫০০ জন অতিদরিদ্র পরিবার সুবিধা পাবে। ইসলামিক রিলিফের কার্যক্রমের মাধ্যমে অতি-দারিদ্র্যতা থেকে তারা বেরিয়ে আসবে এবং দুর্যোগ ও জলবায়ু সহনশীল হবে।
প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করে সঠিক সময়ে সমাপ্ত কররে জোর দেন তিনি। পাশাপাশি সব ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে কাজের প্রতি গুরুত্বারোপ করেন এবং সকলকে সহায়তার আহ্বান জানান তিনি।
প্রকল্পটি ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে বাস্তবায়িত হবে বলেন প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ওহিদুল ইসলাম। উন্মুক্ত আলোচনা পর্বে প্রকল্প সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সভায় উপস্থিত চেয়ারম্যানরা বলেন, ইসলামিক রিলিফের কার্যক্রমের মাধ্যমে তাদের ইউনিয়নে অতি-দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন হবে এবং তারা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করবে বলে মতামত দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাসহ অনেকে।
আপনার মতামত লিখুন :