ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ

মঈন মাহমুদ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৯:৩৯ পিএম

বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস-এর নেতৃত্বে আইসিএসবি-এর কাউন্সিল সদস্যগণ তার অফিসে ১৫ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ করেন।

এম নুরুল আলম এফসিএস বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের উপদেষ্টা কমিটি এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডে আইসিএসবি সদস্যবৃন্দের প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ করেন। তালিকাভুক্ত কোম্পানীসমূহে কোম্পানী সেক্রেটারী পদে কেবলমাত্র আইসিএসবি থেকে চার্টার্ড সেক্রেটারী ডিগ্রী অর্জনকারীদের নিয়োগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি প্রস্তাব পেশ করেন। তিনি কর্পোরেট গভর্ন্যান্স কোডে আইসিএসবি-এর বিএসএস-৫ এবং বিএসএস-৬ ভার্চুয়াল এবং হাইব্রিড মিটিং এবং ‘রেজোলিউশন বাই সার্কুলেশন’ অন্তর্ভুক্ত করার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিসমূহে সেক্রেটারিয়াল অডিট প্রবর্তনের অনুরোধ জানান।

সভায়, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর পক্ষে উপস্থিত ছিলেন  মো. মোহসিন চৌধুরী- কমিশনার, মো. আলী আকবর- কমিশনার, মিজ ফারজানা লালারুখ-কমিশনার এবং মো. মনসুর রহমান, পরিচালক (সাধারণ)।

এছাড়াও ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর পক্ষে এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস-ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস-ট্রেজারার, মো. আজিজুর রহমান এফসিএস-কাউন্সিল সদস্য, সেলিম আহমেদ এফসিএস- কাউন্সিল সদস্য, মো. শরিফ হাসান এফসিএস-কাউন্সিল সদস্য, অলি কামাল এফসিএস-কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবায়াত এফসিএস-কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য এবং মো. জাকির হোসেন-সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন।

আরবি/জেডআর

Link copied!