ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

৩ হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টি পেল আইসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:১১ এএম

৩ হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টি পেল আইসিবি

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৩ হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি বিভাগ থেকে এ বিষয়ে নিশ্চয়তাপত্র ইস্যু করা হয়েছে ১৩ নভেম্বর। এই ঋণ আইসিবি বাংলাদেশ ব্যাংক থেকে পাবে এবং তা ব্যবহার করা হবে পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নে এবং উচ্চ সুদে নেওয়া তহবিল পরিশোধে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যদি আইসিবি এই ঋণের অর্থ বা এর সুদ পরিশোধে ব্যর্থ হয়, তবে সরকার পরিশোধ করবে। তবে এই ঋণের জন্য সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্জিত মুনাফা সমন্বয় করতে পারবে না।

এই ঋণের সুদহার কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে, যা বাণিজ্যিক ঋণের তুলনায় কম হবে। আইসিবি যখন ঋণের অর্থ উত্তোলন করবে, তখন এই সুদহার নির্ধারিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান মন্তব্য করেছেন যে, এই ঋণ গ্যারান্টির মাধ্যমে আইসিবির আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এতে শেয়ারবাজার পুনরায় স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!