অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক-কর কমানোর পরও বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসেনি। এটাই আফসোস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসহ ১৭টি ক্যাটাগরিতে ৪৬টি সংস্থা এবং প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বচ্ছতা ও জবাবদিহির বড় অভাব রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেক কর ও শুল্ক কমিয়েছি। তারপরও দাম কমেনি, এটি আমার আফসোস। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতিতে অনেক বড় চ্যালেঞ্জ আছে। সেগুলো ঠিক করার উপায়ও আছে। তিনি ব্যবসায়ীদের সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানান।
শুধু শুল্ক-কর কমিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়- এমন ইঙ্গিত করে তিনি বলেন, সাপ্লাই চেইনের অনেকগুলো দিক আছে। ব্যাড সিস্টেম আছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের সবরকম সাহায্য করবো। আমরা অনেক ট্যাক্স কমিয়েছি।
পাচার হওয়া অর্থ উদ্ধারে দাতা সংস্থাগুলো সাহায্য করতে চায় জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, এখানে চার্টার্ড অ্যাকাউন্টসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।
আপনার মতামত লিখুন :