রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। এর মধ্যে ২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪-এ অংশ নিয়েছে ভাইয়া হোটেলস এন্ড রিসোর্টস। বছরের সেরা ডিসকাউন্টে হোটেল মালিকানা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিন দিনব্যাপী চলা এ প্রদর্শনী যা চলবে আজ ১৬ নভেম্বর (শনিবার) রাত ৮টা পর্যন্ত।
ভাইয়া হোটেলস এন্ড রিসোর্টস জানিয়েছে, মেলায় বুকিং দিলেই আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেলের গর্বিত মালিক হওয়ার সুযোগ থাকছে। একই সঙ্গে আরও থাকছে ৩০ শতাংশ মূল্য ছাড় ও আকর্ষণীয় পুরস্কার।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ৩ নম্বর হলের সি-৩১ নম্বর স্টল ঘুরে দেখা যায়, ভাইয়া হোটেলস এন্ড রিসোর্টস-এর অফার সম্পর্কে জানতে দর্শনার্থীরা ভিড় করছেন। শেষ দিনে সকাল থেকেই স্টলটিতে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
স্টলের দায়িত্বরত কর্মকর্তারা হোটেল বুকিং সম্পর্কে বিস্তারিত জানাছেন আগত দর্শনাথীদের। তারা জানান, ৫ তারকা হোটেলে বিনিয়োগ করলেই পাচ্ছেন সাফকবলা রেজিস্ট্রেশন, আজীবন মালিকানা, হালাল আয়ের সুযোগ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে বিগত ২৮ বছরের ধারাবাহিকতায় চলছে এ আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীসমূহ উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
প্রদর্শনীতে ৫০০ এর অধিক বুথসহ ২০টি দেশের প্রায় ১৯৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :