ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সোনারগাঁও হোটেলে শতরূপা জুয়েলার্সের আউটলেট উদ্বোধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৫:০৪ পিএম

সোনারগাঁও হোটেলে শতরূপা জুয়েলার্সের আউটলেট উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

সম্প্রতি শতরূপা জুয়েলার্স প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় তাদের চতুর্থ শোরুম এর যাত্রা শুরু করলেন। সুন্দর, মনোরম আয়োজনের মধ্য দিয়ে ১৮ নভেম্বর শতরূপার এই নতুন আউটলেটটি শুভ উদ্বোধন করা হয়। শতরূপা জুয়েলার্স ইতিমধ্যে দেশব্যাপী মানুষের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে। শতরূপা জুয়েলার্সের ১ম শাখা রয়েছে ইষ্টান প্লাজায়, বসুন্ধরা সিটিতে তাদের ২য় শাখার একটি আউটলেট রয়েছে। কেননা আয়তন ও পরিষেবার দিক থেকে এটি অন্য দুটি আউটলেটের চাইতে বড় এবং সুন্দর। নতুন এই আউটলেটে পাওয়া যাবে দেশ-বিদেশের স্বর্ণ ও ডায়মন্ডের নিত্য নতুন ডিজাইনের অলংকার। মনোরম সাঁজে সজ্জিত এই আউটলেটটি এখন পর্যন্ত ঢাকার মধ্যে সবচাইতে অভিজাত সাঁজে সাজানো হয়েছে। শৈল্পিক কারুকাজ ও ডিজাইনের নান্দনিকতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জুয়েলার্সের আউটলেটটি অন্য সকল আউটলেট থেকে অনন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী শিরীন শিলা বলেন, শতরূপা জুয়েলাস মানুষের কাছে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং আস্থার জায়গা তৈরী করে নিয়েছে। শতরূপা বাংলাদেশের মানুষের কাছে জুয়েলারী শিল্পে আধুনিক অলংকার তৈরীর একটি নির্ভরযোগ্য নাম। অন্য সব আউটলেট গুলো থেকে বিভিন্ন রেঞ্জের বিশ্বমানের স্বর্ণ ও ডায়মন্ড এর বিপুল সমাহার রয়েছে সোনারগাঁও হোটেলের নতুন শো-রুম শতরূপা জুয়েলার্সের এই প্রতিষ্ঠানটিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ। ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন।

সোনারগাঁও হোটেলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-মো. আনোয়ারুল ইসলাম সরকার, শমসেরুল হক ম্যানেজার সিকিউরিটি ইনচার্জ, মো. এরশাদুল হক, তপন চন্দ্র দাস, ইশতিয়াক আশফাক, মোহাম্মদ আলী পাঠান, শৈবাল চন্দ্র, উৎপল পাল, জেবিয়ার রোজারীও, ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আবুল বাশার, মো. মাহবুবুল ওয়াহিদ পিপলসহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।

পরিশেষে শতরূপা জুয়েলার্সের স্বত্বাধিকারী কার্তিক কর্মকার শোরুমে আসা আগত অতিথি-ব্যবসায়ী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বৃন্দের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আরবি/জেডআর

Link copied!