অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে, তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। এ মানসিকতা থেকে বের হওয়া দরকার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবসের অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, যায় যার অবস্থান থেকে সব নাগরিকের ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত।
ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকেও দায়ী করেন অর্থ উপদেষ্টা। ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা।
যেসব ব্যবসায়ী ভ্যাটের চালান দেন না, তাদের বিরুদ্ধে কঠোর হতে এনবিআরকে নির্দেশও দেন উপদেষ্টা।