চার দিনের ব্যবধানে ব্রাজিল-আর্জেন্টিনা থেকে চার জাহাজে আমদানি হয়েছে ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এই অপরশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত চারদিনের ব্যবধানে চারটি জাহাজে ওই ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসে। ফলে তেলের সরবরাহ বাড়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে বলে দাবি ব্যবসায়ীদের।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, শনিবার (৭ ডিসেম্বর) জাহাজ ‘এমটি আরডমোর শায়ানি’ ও ‘এমটি ডাম্বলডোর’ বন্দরে আনা হয়েছে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল। মঙ্গলবার বন্দর জলসীমায় পৌঁছেছে ‘এমটি সানি ভিক্টরি’ ও ‘এমটি জিঙ্গা থ্রেশার’ নামে আরও দুটি জাহাজ। এই দুই জাহাজে রয়েছে ৩০ হাজার ৬০০ টন সয়াবিন তেল। এর মধ্যে ‘এমটি আরডমোর শায়ানি’ জাহাজ থেকে তেল খালাস শেষ হয়েছে। সোমবারই (৯ ডিসেম্বর) জাহাজটি বন্দর ছেড়েছে। জাহাজগুলোর মধ্যে ‘সানি ভিক্টরি’ এসেছে ব্রাজিল থেকে, বাকি তিনটি আর্জেন্টিনা।
জাহাজ কোম্পানি জানায়, এই চার জাহাজে সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই ও টিকে গ্রুপ। এর মধ্যে টিকে গ্রুপের ২৫ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৭ হাজার টন সয়াবিন তেল রয়েছে।