ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

লোকসানে থাকা ঢাকা ডায়িং লভ্যাংশ দেবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:৫১ পিএম

লোকসানে থাকা ঢাকা ডায়িং লভ্যাংশ দেবে না

ছবি, সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডায়িং বিনিয়োগকারীদের ৩০ জুন ২০২৪ হিসাব বছরের কোন লভ্যাংশ দেবে না। সমাপ্ত হিসাব বছরে লোকসানে থাকায় লভ্যাংশ না দেয়াব তথ্য বৃহস্পতিবার প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরে ঢাকা ডায়িংয়ের লোকসান বেড়েছে। অন্যদিকে ভালো মানের লভ্যাংশও দিতেও ব্যর্থ হয়েছে।

দুই বছর ধরে শিল্প খাতে গ্যাস সংকটের কারণে ঢাকা ডায়িংয়ের প্রভাব পড়েছে। একই সঙ্গে কারতার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। ফলে রাজস্ব কমে লোকসানে ঠেকেছে।

এ ছাড়া ঋণ, অগ্রিম ও পরিশোধযোগ্য অর্থ সংরক্ষণে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত সঞ্চিতি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশ না দেওয়ার এটাও আরেকটি কারণ। কোম্পাকি সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৩০ জানুয়ারি।

কোম্পানির গত এক বছরে শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১২ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত কয়েক বছরে কোম্পানিটি লভ্যাংশও দিয়েছে কম।

২০২২ সালে শূন্য দশমিক ২৫ শতাংশ, ২০২১ সালে ২ শতাংশ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া ২০১৫ সালে ১০ শতাংশ, ২০১৪ সালে ১০ শতাংশ, ২০১৩ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে ঢাকা ডায়িং।

আরবি/এস

Link copied!