শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৩৩ পিএম

ঢাকায় দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৩৩ পিএম

ঢাকায় দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুদের জন্য একটি দুই দিনব্যাপী জাতীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত সোম ও মঙ্গলবার ৯ ও ১০ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। ডিজঅ্যাবলড ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সাইটসেভার্সের সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের সহায়তায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

আয়োজনে দেশের বিভিন্ন এলাকার ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুকে একত্র করা হয়েছে, যা তাঁদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি উদাহরণ তৈরি করেছে। এ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাঁরা এমন একটি অনন্য আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মো. আমজুল হক।

ডিজঅ্যাবলড ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা, বিশেষত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত পান। এই দাবা প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাঁদের অসাধারণ সম্ভাবনা তুলে ধরতে এবং খেলাধুলায় তাঁদের অন্তর্ভুক্তি বাড়ানোর দাবি জানাতে চেয়েছি।’

প্রতিযোগিতায় বিজয়ীদের একজন বাপ্পি সরকার। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটি আমাদের প্রতিভা প্রদর্শন এবং অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি দারুণ সুযোগ।’

প্রতিযোগিতা শেষ হয় অংশগ্রহণকারীদের সম্মাননার মাধ্যমে, যা ভবিষ্যতে খেলাধুলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রচারের জন্য একটি প্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে তিনজন জয়ী এবং একজন সেরা নারী দাবাড়ুকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আরবি/জেডআর

Link copied!