শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:৪৬ পিএম

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা

ছবি, সংগৃহীত

দুই ও পাঁচ লিটারের তেলের কিছুটা সরবরাহ থাকলেও এক লিটারের তেল মিলছে না। একই সাথে সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না তেল। ফলে, ক্রেতাদের তেল কিনতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। লিটারে ৮ টাকা বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের এই কৃত্রিম সংকট এখনো রয়ে গেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরকারিভাবে ভোজ্যতেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা করছে কোম্পানিগুলো।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর শান্তিনগরসহ খুচরা বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সরকারের পক্ষ থেকে লিটারে ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ ও খোলা সয়াবিনের দাম ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাজধানীর খুচরা বাজারে এই দামে তেল নেই। খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৫ টাকা।

শান্তিনগর কাঁচাবাজারের বিক্রেতা আলাল হোসেন বলেন, সরকার নতুন মূল্য নির্ধারণ করেছে। পাঁচ লিটারের তেল ৮৩৭ টাকা কিনে ৮৫২ টাকায় বিক্রি করতে হচ্ছে। দুই দিক থেকে লাভ করছে কোম্পানিগুলো। তিন লিটারের বোতলজাত সয়াবিন ৫১৬ টাকায় কিনতে হচ্ছে। বিক্রি করতে হচ্ছে ৫২৫ টাকায়। খোলা সয়াবিন লিটারপ্রতি ১৮৮ টাকায় ডিলারদের কাছে কিনতে হয়। বিক্রি করতে হচ্ছে ১৮৫ টাকায়। পাম অয়েল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। কিনতে হচ্ছে ১৭১ টাকায়।

এদিকে, ডিলাররা এখনও তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করেনি। সরকারিভাবে মূল্য আরও বাড়ানার জন্য এখনও বাজারে সংকট সৃষ্টি করে রেখেছে। এক লিটারের তেল এখনও ডিলাররা দেননি। আর এখন লিটারপ্রতি কোম্পানিগুলো আমাদের ৩ টাকা লাভ করার সুযোগ দিয়েছে। যা আগে ৪-৫ টাকা ছিল। এতে ভোক্তার সঙ্গে আমাদেরও ঠকাচ্ছে।

আরবি/এস

Link copied!