বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মো. আতাউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণের মধ্যে মো. মহসিন মিয়া, কামরুল হক মারুফ, মো. গোলাম মরতুজা এবং শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের কোম্পানী সচিব জনাব মো. ওমর ফারুক ভূঁঞাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত হবে। বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ঐ তারিখে স্থিতিপত্রসহ তদ্বিষয়ে পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন এবং ২০২৪ইং সালের জন্য অডিটর নিয়োগ ও সম্মানী নির্ধারণ করা হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার স্বতঃস্ফুর্তভাবে যুক্ত থেকে ব্যাংকের ব্যবসা সংক্রান্ত
বিভিন্ন বিষয় ও আগামী বছরের কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত সম্মানিত পরিচালকগণ, শেয়ারহোল্ডার ও অন্যান্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা
জ্ঞাপন করেন। সর্বশেষে সভাপতি মহোদয় সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।