ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নতুন বছরে প্রথম মাসেই বাড়ল স্বর্ণের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩৩ পিএম

নতুন বছরে প্রথম মাসেই বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম মাসেই বাংলাদেশে বাড়ানো হলো স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

দামবৃদ্ধির পর এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, যা পূর্বে ছিল এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়াবে এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা।

এছাড়া, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এবার দাম বৃদ্ধি পেয়েছে নতুন বছরের শুরুতেই।

আরবি/এইচএম

Link copied!