ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

আপত্তির মুখে ওষুধ, রেস্টুরেন্ট ও ইন্টারনেটে কর কমানোর সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১০:৫৮ পিএম

আপত্তির মুখে ওষুধ, রেস্টুরেন্ট ও ইন্টারনেটে কর কমানোর সিদ্ধান্ত

ফাইল ছবি

ব্যাপক সমালোচনা ও ব্যবসায়ীদের আপত্তির মুখে কিছু খাতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে রেস্টুরেন্টের খাবারে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে মালিক সমিতিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ জানুয়ারি) ভ্যাট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন এসি রেস্টুরেন্টের খাবারে ভ্যাট ছিল পাঁচ শতাংশ। গত সপ্তাহে তা বাড়িয়ে ১৫ শতাংশ করে এনবিআর। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় ব্যবসায়ীরা।

কর্মকর্তারা জানান, ওষুধের বর্ধিত ভ্যাট বাতিল হতে পারে। গত ৯ জানুয়ারি ওষুধের ভ্যাট দুই দশমিক চার শতাংশ থেকে বাড়িয়ে তিন করা হয়। এছাড়া ইন্টারনেট প্রদানকারী সেবায় (আইএসপি) আরোপিত সম্পূরক শুল্কও বাতিল হতে পারে। সম্প্রতি এ খাতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়।

রেস্টুরেন্ট মালিক সমিতিকে লেখা চিঠিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এনবিআর। পাশাপাশি ভ্যাট আদায় বাড়াতে সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।

আরবি/এইচএম

Link copied!