বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন জানিয়েছেন, টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ কার্ড ভুয়া। তিনি বলেন, অর্থনৈতিক মন্দার মাঝেও গত ডিসেম্বরে ব্যাংকগুলো অযথা লাভ করেছে, যা তদন্ত করা প্রয়োজন।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার এবং জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা বলেন, ‘সমাজে বৈষম্য সৃষ্টি হয়েছে, যার কারণে আন্দোলন হয়েছে। তবে নীতি পরিবর্তনের মাধ্যমে এটি দূর করা সম্ভব। প্রত্যক্ষ ও পরোক্ষ কর দুইই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর সঠিক প্রয়োগ।’
সভায় সিপিডির সম্মানী ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার অবিবেচকভাবে ভ্যাট বাড়াচ্ছে, আর প্রত্যক্ষ কর বাড়ানোর ব্যাপারে কোনো গুরুত্ব দেয়া হয়নি।
আপনার মতামত লিখুন :