ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ওয়ার্কশপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করছে এনবিআর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৮:২৫ পিএম

ওয়ার্কশপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করছে এনবিআর

ছবি : রূপালী বাংলাদেশ

দেশের ওয়ার্কশপ খাতের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার হতে যাচ্ছে। ফলে ওয়ার্কশপ খাতে নতুন করে আর ভ্যাট বাড়বে না। আগের মতোই ১০ শতাংশই থাকছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এনবিআর থেকে এই ঘোষণা দেয়া হয়।

এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে। এর আগে গত ১৬ জানুয়ারি হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল এনবিআর।

আরবি/ এইচএম

Link copied!