ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ফের ১৯ বিলিয়নের ঘরে রিজার্ভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৯:২৩ পিএম

ফের ১৯ বিলিয়নের ঘরে রিজার্ভ

ছবি: রূপালী বাংলাদেশ

ফের ১৯ বিলিয়নের ঘরে নেমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পেমেন্টের পর থেকেই রিজার্ভ নিম্নমুখী প্রবণতায় রয়েছে রিজার্ভ। গত এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় ১৯ কোটি ডলার।

গত ৯ জানুয়ারি আকুর নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিলের দায় বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে।

এরপর গত বুধবার আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ আরও কমে ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক ২২ বিলিয়ন ডলার। 

আরবি/জেআই

Link copied!