মেটাল এগ্রিটেক লিমিটেডের বার্ষিক ‘স্ট্র্যাটেজিক মিট-২০২৫’ গত ১৮ জানুয়ারি ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়েছে। মেটাল এগ্রিটেক লিমিটেড বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি শিল্পের পথিকৃৎ প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে দেশের কৃষিখাতের আধুনিকীকরণে অবদান রেখে চলেছে।
প্রতিষ্ঠানটি দেশের কৃষকদের জন্য টিএএফই( TAFE) ট্রাক্টর, এফএম ওয়ার্ল্ড (FM World) কম্বাইন হারভেস্টার, এবং আরও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যতের বিক্রয় ও বিপণন কৌশল নির্ধারণ এবং লক্ষ্যপূরণের রূপরেখা প্রণয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটাল এগ্রিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, পরিচালক সারাহ জামিল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিক্রয় ও বিপণন প্রধান মো. আলমগীর হোসেন, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই আয়োজন মেটাল এগ্রিটেক লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এবং বাজারে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।