আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি রাজনীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘ফার্নিচার এক্সপো-২০২৫’। এই আয়োজনে উপস্থিত থাকবেন উডটেক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফার্নিচার ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ নইমুল হোসেন খান। এক্সপোতে আগত দর্শনার্থীরা এসময় নইমুল হোসেন খানের ফ্রি কনসালটেশন সেবা নিতে পারবেন। পাশাপাশি এক্সপো’তে উডটেক সলিউশনের স্টলে থাকবে ইন্টেরিয়র ডিজাইন, হোম এবং অফিস ফার্নিচার তৈরির আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির প্রদর্শনী।
এ বিষয়ে উডটেক সলিউশনের পক্ষ থেকে জানানো হয় যে, নইমুল ইসলাম ফার্নিচার ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করছেন। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ‘উডয়ার্কিং এক্সপার্ট’ হিসেবে উচ্চ পারিশ্রমিকে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে উডটেক সলিউশনের মাধ্যমে ফার্নিচার খাতে প্রযুক্তিগত বিপ্লবে কাজ করছেন তিনি। আসন্ন ফার্নিচার এক্সপোতে দেশের বাজারের ফার্নিচার প্রস্তুতকারক, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন তিনি। এসময় তারা ফার্নিচার খাতের নানান বিষয়ে নইমুল হোসেনের থেকে বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন।
প্রতিষ্ঠানটি আরও জানায় যে, এক্সপো’র তিন দিনই কনসালটেশন সেবা দেবেন নইমুল হোসেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে উডটেক এর স্টলে এই সেবা নেওয়া যাবে। পরবর্তীতে নির্ধারিত সময়ের বিষয়ে জানানো হবে।
আপনার মতামত লিখুন :