ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আয়কর রিটার্ন জমার সময় আরও ১৬ দিন বাড়লো

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৩:০৮ পিএম

ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর রিটার্ন জমার সময়সীমা চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করে সরকার। এছাড়া গত বছরের ১৭ নভেম্বর এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।