স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশনস ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে কর্মীদের মধ্যে ঝুঁকি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে "বার্ষিক ঝুঁকি সম্মেলন - ২০২৫" এর আয়োজন করেছে। সম্মেলনটি ১লা ফেব্রুয়ারি রাজধানীর আমারী হোটেলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফ-সাইট সুপারভিশন (ডিভিশন-২) এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যেখানে তিনি ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, সুরভী ঘোষ অপারেশনাল রিস্কের উপর একটি সেশন পরিচালনা করেন এবং এসবিআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনার পারফরম্যান্স তুলে ধরেন।
এছাড়াও, এসবিআইয়ের কান্ট্রি হেড অমিত কুমার কর্মীদের মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি লালন করার উপর গুরুত্ব দেন, এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা অনির্বাণ হক অনুষ্ঠানটি পরিচালনা করেন। সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে চট্টগ্রাম ও খুলনার শাখার কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেবজ্যোতি ব্যানার্জী, হেড অফ ক্রেডিট "রিস্ক ম্যানেজমেন্ট: এসবিআই দৃষ্টিকোণ" এবং "উদীয়মান আর্থিক ঝুঁকি" বিষয়ে সেশন পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :